
সুজন তালুকদার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁওগ্রামের কৃতি সন্তান প্রফেসর ডাঃ সৈয়দ মারুফ আলীর মানবিক ও সার্বিক সহযোগিতায় সৈদেরগাঁও যুব সমাজের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পেইন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফ্রি চক্ষু সেবা নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত- শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.০০ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ,মানবিক সেবার আয়োজক সৈয়দ পরিবারের সন্তান সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর বাংলাদেশের স্বনাম ধন্য চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো মাইক্রো ও লেজার সার্জন সৈয়দ মারুফ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মওছুফ আলী সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী,চক্ষু ব্যাধির বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ ডাঃ সৈয়দ নাবিল বিন মারুফ,কুঞ্জ রাজ সিনহা,ফারহানা রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান।দিনব্যাপী এ আয়োজনে ১৪ শত রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান প্রয়োজনীয় ওষুধ ২ শত জন-কে চশমা প্রদান এবং ২ শত ৬১ জন-কে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। চক্ষু সেবা প্রদান কার্যক্রম সফল করতে সৈদেরগাঁও যুব সমাজ সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টারের ম্যানেজার সৈয়দ মুঈদ আলী,সৈয়দ রামিজ আলী, সৈদেরগাঁও গ্রামের মুরুব্বি কাজী মাস্টার এনামুল হক, সাজ্জাদ আলী তালুকদার ,গয়াছ মিয়া তালুকদার,সমরাজ আলী,শেখ আলকাব আলী,আলীম উল্লাহ,সৈয়দ কয়েছ মিয়া,সৈয়দ মাজেদ আলী,সৈয়দ মুন্তাসির আলী পীর, সৈয়দ মাহমুদ আলী, সৈয়দ ছালেহ আহমদ,সৈয়দ সুয়েব আহমদ, মাহমুদ আলী তালুকদার,সৈয়দ মতছির আলী,সৈয়দ জয়নাল আবেদীন,নুর মাহমদ,সাংবাদিক সুজন তালুকদার, হিরন মিয়া তালুকদার,আবুল বশর,কাজী আব্দুল বাছিত, কাজী এহসানুল এক হাসান।রোগীদের মধ্যে ঔষধ,চশমা বন্টন করেন সিলেট আই হসপিটালের স্টাফ নিরন,জুনেদ,মারুফা,রিমা,দিলশানা, সুমনা,শাম্মী, রাসেল,সিপন,স্বজল,রেহেনা,হাজেরা, তামান্না, রুফেজা,রোকেয়া প্রমুখ।আরো উপস্থিত ছিলেন মোঃ মণির মিয়া,মোঃ আশিক মিয়া, মোঃ আতিক মিয়া,মোঃ আকিক মিয়া,রহিম উদ্দিন, বুরহান, সৈয়দ জুলফিকার, সৈয়দ কাওসার,হিরন মিয়া,কমর উদ্দিন, রুবেল মিয়া সহ সৈদেরগাঁও গ্রামের যুব সমাজের কর্মীবৃন্দ। সমাপ্তি কালে আয়োজক প্রফেসর সৈয়দ মারুফ আলী জানান আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিফ আলী সহ আমাদের পরিবার নিয়মিতই প্রতি বছর সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ আমাদের পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।





























