
ইমরান নাজির , মহেশখালী।
সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, মহেশখালী উপজেলার আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাতারবাড়ি উচ্চ বিদ্যালের সিনিয়র শিক্ষক মাস্টার রুহুল আমিন বিএবিএড।
সোমবার (২৬ ফেব্রুয়ারী ) বিকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে স্থানীয় ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজার নতুন জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এর আগে সকাল ৮টার দিকে তাঁর কর্মস্থল মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজার নামাজে শোকাহত মানুষের ঢল নামে। তাঁহার জানাযার নামাজে অংশ নেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান তারেক শরীফ, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, স্থানিয় চেয়ারম্যান এস এম আবু হায়দার, ধলঘাটা চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জি এম ছমি উদ্দিন, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, এনামুল হক রুহুল ও মোহাম্মদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা ফরিদুল, মাস্টার রুহুল আমিন, যুবলীগ নেতা সেলিম উল্লাহসহ শোকাহত মানুষ জানাযার নামাজে অংশ নেন।
এছাড়াও মরহুম মাস্টার রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন, মহেশখালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও স্থানিয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, ও মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও মহেশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা।





























