
স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলার চরফ্যাশনে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন পশুর হাট খোলায় এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। অনুষ্ঠানে চরফ্যাশন পৌর মেয়র মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো.জাহিদুল ইসলাম সৌরভ, মাদ্রাজ ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত উল্লাহ প্রমুখ। এছাড়াও প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২১ টি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে তাদের পালিত বিভিন্ন প্রাণির খাবারের প্রদর্শনীর পাশাপাশি উন্নত জাতের গরু, ছাগল, পোষা বিড়াল, কবুতর, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণী ৪০ টি স্টোরে প্রদর্শন করেন। পরিশেষে প্রদর্শনীতে উপস্থিত ৪০ জন খামারীর মধ্যে ১৫ জন উন্নত খামারীর মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়েছে।





























