
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ শাহজাহান।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সৈয়দ মুহাম্মদ শাহজাহান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। নির্বাচিত হলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ জন্য এলাকার সর্বস্তরের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডি আই এম জাহাঙ্গীর আলম, মাওলানা মুসা, ইদ্রিস কাদেরী, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, মাওলানা ফয়সাল এস. এম. সিরাজুল মুনির, মাওলানা সোলাইমান আনসারী এবং আ. ন. ম নাছিরসহ দলীয় নেতাকর্মীরা।
নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





























