
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজার রসুন হাটা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমজাদ শেখ স্মৃতি গেট এসে শেষ হয়। সেখানে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওমর আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফি মোঃ আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এমপি প্রার্থী হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
হাদির ওপর হামলা করে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে একটি মহল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে হওয়ার আহবান জানান বক্তারা।





























