
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙলবার সূর্যোদয়ের সাথে সাথে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
এরপর ধুনট উপজেলা প্রশাসন, ধুনট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ধুনট উপজেলা বিএনপি , ধুনট উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন দলীয় ব্যানারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর সকাল ৮টায় ধুনটের গণকবর জিয়ারত, ধুনট এন ইউ সরকারি বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী কমিশনের (ভূমি) খায়রুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ , বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




































