
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আনিসুর রহমান নামে একজন জামায়াত নেতা নিহত ও অপর একজন পথচারি আহত হয়েছে।
নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা, ৬নং ওয়ার্ড জামায়াতের আমির ও বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম'র পরিচালক ছিলেন।
গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫ ঘটিকার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার লক্ষীতলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমান মোটর সাইকেল যোগে অফিসের কাজে লক্ষীতলা বাজারে আল আম'র শাখা অফিসে গিয়েছিলেন। সেখান থেকে অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে ঘটনাস্থল লক্ষীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তার মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাঁক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায় ও মোটর সাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানকে দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে ও আহত ব্যক্তিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী দিনাজপুরে ট্রাকের ধাঁক্কায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, "ট্রাকটিকে আঁটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে"।
এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে"।




































