
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা নিরসন এবং টেকসই সমাধানের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৎ ও হালাল ব্যবসার গুরুত্ব তুলে ধরে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর কদম রসুল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা আবদুল হাকিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আইবিডব্লিউএফ-এর সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো মূলত তিন ভাগে বিভক্ত—ব্যক্তিগত, পারিপার্শ্বিক ও নীতিগত।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে আমরা এগোতে চাই। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধানে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। যারা ব্যবসায়ীদের ওপর অন্যায় চাপ, সেল্টার বা জুলুম চালাবে, তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে সামাজিকভাবে বয়কট করা হবে। আমরা কোনো দুর্নীতিবাজের অর্থ গ্রহণ করব না।”
চাঁদাবাজি, চুরি ও আর্থিক অনুদান সংক্রান্ত ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যার কার্যকর সমাধান করা হবে। তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় নিজেকেও পরিবর্তন করতে হয়। হালাল উপার্জন না হলে কোনো ইবাদত কবুল হয় না।” সভায় ‘মাত্র ১০ হাজার টাকায় ব্যবসার দ্বার খোলার’ একটি বিশেষ উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
আইবিডব্লিউএফ বন্দর থানা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যে তিনি বলেন, “সৎ ব্যবসায়ীরা হালাল পথে টিকে থাকবে, আর অসৎ ব্যবসায়ীরা এক সময় পালিয়ে যেতে বাধ্য হবে।”
বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ও ফয়সাল ভূঁইয়া।
সভায় বন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





























