
কৃষ্ণ দাস, বিশেষ প্রতিনিধিফেনীতে কবি-সাহিত্যিক, লেখক ও সাংবাদিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ আড্ডা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেনী সদর উপজেলার সোনাপুরের শ্যামল ছায়া বাগানবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফেনীর কবি-সাহিত্যিকদের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কবি ইকবাল চৌধুরী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কবি ওবায়েদ মজুমদার।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী, কানাডা বিএনপির সভাপতি এস. এম. হুমায়ুন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও পরিচালক মাঈন উদ্দিন, দৈনিক আলোকিত সকাল এর বিশেষ প্রতিনিধি কৃষ্ণ দাস সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিরা।এছাড়াও ডিবিসি নিউজ, আরটিভি, সময় টিভি, এনটিভি, ইনডিপেনডেন্ট টিভি, গ্লোবাল টিভি, এখন টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফেনী জেলা প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলার সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।মিলনমেলায় কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ইকবাল আলম, আবু সাঈদ লিটন, কাজী ইমাম হোসেন রত্ন, সাঈফ উদ্দিন শাহীন, বকুল আক্তার দরিয়া, মারুফা আক্তার, রাবেয়া আক্তার, গাজী রফিক, নুরুল আমিন হৃদয় ও ছালেহা বেগমসহ অনেকে।সারাদিনব্যাপী এ আয়োজনে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, নাটিকা ও ধাঁধাঁর অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। আনন্দঘন এ মিলনমেলায় কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।





























