
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটি বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ শ্রমিকরা হলেন পটুয়াখালীর জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আফসার ফিলিং স্টেশনের সামনের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কাশফা স্নেহা’ নামের মাটি বোঝাই বাল্কহেডটি ওই ঘাটে নোঙর করা ছিল। এ সময় ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ নোঙর করা বাল্কহেডটির পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই বাল্কহেডটি দুমড়ে-মুচড়ে দ্রুত ডুবে যেতে থাকে।
এ সময় বাল্কহেডের ওপর থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। দুর্ঘটনার পর লঞ্চটি থামার চেষ্টা না করে ঢাকার দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘন কুয়াশার কারণে লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। লঞ্চটি নোঙর করা বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দিলে বাল্কহেডটির পেছনের অংশ দ্রুত তলিয়ে যায়। বাল্কহেডের শ্রমিকদের তথ্যমতে, দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।





























