
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোডে আসামির নিজ বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদ শরীফ হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি দা ও একটি কুড়ালও জব্দ করা হয়।
অধিদপ্তর জানায়, জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তি একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার মোহাম্মদ শরীফ হোসেনের পিতার নাম শাহাবুদ্দিন মিয়া এবং মাতার নাম সাজেদা বেগম। তাঁর বাড়ি ফতুল্লা থানার দরগা বাড়ি মসজিদ রোড এলাকায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।





























