
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে কাঁচামালের দাম কমায় স্বস্তিবোধ করছেন সাধারণ মানুষ। ক্রেতারদের সাধ্যের মধ্যেই আছে শীতকালীন সকল সবজ্বির দাম। পৌরসভার আমুয়াকান্দা, ছনকান্দা ও বাসস্টেশন বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শাক-সবজ্বিসহ সকল ধরনের কাঁচামাল আগের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে কাঁচামালের খুচরা বিক্রেতারা প্রতি কেজি নতুন দেশী আলু ৫০ টাকা, ডায়মন্ড আলু ৩০ টাকা, বেগুন ৩০ টাকা, শিম ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৪০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, মিষ্টি লাউ ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, শসা ৩০ টাকা, মুলার হালি ১০ টাকা, কাঁচা কলার হালি ২০ টাকা, দেশি পিয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, আদা ১৩০ টাকা ও রসুন ৮০ টাকা দরে বিক্রি করছেন। এছাড়া মুলা শাকের প্রতি আঁটি ৫ টাকা, লাল শাকের আঁটি ১০ টাকা, কলমি শাকের আঁটি ১০ টাকা, পুইশাকের আঁটি ২০ টাকা, দনিয়া পাতার আটি ১০টাকা ও লাউ শাকের আঁটি ২০ টাকা দরে বিক্রি করছেন ।আমুুুয়াকান্দা বাজারে কাঁচামাল কিনতে আসা একজন ক্রেতা জানান, কিছুদিন আগেও কাঁচামালের চড়া দামে মানুষ দিশেহারা ছিল। কিন্তুু বর্তমানে বাজারে খুবই কম দামে কাঁচামাল পাওয়া যাচ্ছে। ভ্যানচালক করিম মিয়া বলেন, ২শত টাকায় এক সপ্তাহের কাঁচামাল কিনেছি। যা আগে কিনতে ৫শত থেকে ৬শত টাকা লাগতো। কাঁচামাল বিক্রেতা মোশারফ হোসেন জানান, বাজারে কাঁচামালের আমদানি অনেক বেশী। আমদানি বেশী হওয়াতেই দাম কমেছে। এ বিষয়ে ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বলেন, বছরের এ সময়টাতে শীতকালীন শাক-সবজ্বির আবাদ বেশি হয়৷ ফুলপুর উপজেলায় বর্তমানে ৭৮০ হেক্টর জমিতে রবি মৌসুমের শাক-সবজির আবাদ হয়েছে এবং কৃষকরা ভালো ফলন পেয়েছেন৷ বাজারে প্রয়োজনের তুলনায় যোগান বেশি হওয়ার কারণে দাম অনেকটা কম৷





























