
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলায় অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন, গাজীপুর।গাজীপুর জেলার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় গাজীপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান কর্তৃক অদ্য ২৪/০৪/২০২৪ তারিখে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে উদ্ধার করা বনভূমির তথ্য: শালবন রিসোর্ট: ৩০ শতাংশ, সজনী ফিল্ম সিটি, ভবানীপুর: ৮০ শতাংশ, শ্যামলী রিসোর্ট: ১৬ শতাংশ মোট উদ্ধারকৃত ভূমি: ১.২৬ একর। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন, গাজীপুরের এমন অভিযান চলমান থাকবে। একই সাথে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।




































