
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ হাসানুজ্জামান গাংনী
মেহেরপুরের গাংনীতে ভারতীয় ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলাম (২২) নামের একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
রোববার সকালে উপজেলার তেঁতুলবাড়ীয়া বিজিবির টহল দল খাসমহল মাঠ থেকে তাকে গাঁজাসহ আটক করে।
আটক শান্ত ইসলাম উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপির টহল দল কর্তৃক ১৩৮ ফোর এস সীমান্ত পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলামকে আটক করে।
তেঁতুলবাড়ীয়া বিজিবির ক্যাম্প কমান্ডার অনিল কুমার (নায়েক সুবেদার) বলেন, ৬ কেজি গাঁজা আটক শান্ত ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলামকে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প গাংনী থানায় হস্তান্তর করেছে। শান্ত ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




































