
শাকিল প্রধানঃ
গজারিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুলে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস এবং প্রতিষ্ঠানের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলামুজ্জোহা তপন চৌধুরী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছির হক, নজরুল শিকদার, হেলাল উদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি আসলামুজ্জোহা তপন চৌধুরী বলেন, “মহান বিজয় দিবস আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এই বিজয়ের চেতনা ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান কারখানা।” তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক রাজিব হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।




































