
শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশের তিন বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটায় টেংগারচর ইউনিয়নে বৈদ্দারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু আহবায়ক মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সার্বিক ব্যবস্থাপনা আম্বালা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কামরুজ্জামান রতনের ছেলে ইবনে আয়মান জামান অসহায় ও শীতার্ত মানুষের হাতে ৫০০ পিছ কম্বল তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রফেসর গিয়াসউদ্দিন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য। এসময় আরও উপস্থিত ছিলেন মাসুদ ফারুক, সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
রাসেল দেওয়ান, মোতাহার হোসেন জাহাঙ্গির, নুরুল আমিন সরকার, সবুজ সিকদার, মোদ্দাছের, আবু জাফর ভুট্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়





























