
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় ৬ টি কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে গঠিত কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ছাত্র -ছাত্রীদের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ( ২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং দুপুর ২ টা হতে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত গঙ্গাচড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে গঙ্গাচড়া প্রাইম রেসিডেন্সিয়াল স্কুলে মোট ২৭৬ জন ছাত্র -ছাত্রী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে।
গঙ্গাচড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের তথ্য মতে উপজেলার ৬ টি কিন্ডারগার্টেন স্কুল নিয়ে গত ২০১৮ ইং সাল থেকে তারা এ বৃত্তি পরিক্ষা আয়োজন করে আসছে।
এবিষয়ে গঙ্গাচড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও বর্নমালা প্রি ক্যাডেড স্কুলের অধ্যক্ষ ইসমাইল হোসেন বলেন গঙ্গাচড়ার শিক্ষার মান উন্নয়নে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
এসোসিয়েশনের চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রাইম রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া বলেন এ বৃত্তি পরিক্ষার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মেধা মূল্যায়নের সাথে সাথে শিক্ষার্থীদের চলমান পড়াশোনার অগ্রগতি সাধন করা।





























