
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মনোয়ারুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি টিম।
শুক্রবার রাত ৮ টার দিকে কোলকোন্দ গোডাউনের হাটের এক চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গঙ্গাচড়া থানা পুলিশ। গ্রেফতার মনোয়ারুল উত্তর কোলকোন্দ গ্রামের মৃত আতিয়ার রহমানের বড় ছেলে।
থানা সুত্রে জানা যায় গঙ্গাচড়া মডেল থানার মামলা নং ২৮ তারিখ ২১/০৯/২৫ ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২) এর (ঈ)/৮/৯(৩)/১০/১২ তে সন্দিগ্ধ হিসেবে মনোয়ারুলকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দস ছবুর বলেন তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুনরায় অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।





























