
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প”। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার আওতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। তার দূরদর্শী চিন্তাভাবনা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই দীর্ঘদিনের দাবিকৃত এই ক্যাম্প বাস্তবায়িত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী থেকে পাগলাবাজার পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কের নিরাপত্তার দায়িত্ব এতদিন একটি থানার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ক্রমবর্ধমান যানবাহন ও জনস্রোতের কারণে সেটি ছিল অপ্রতুল। জাউয়াবাজারে নতুন ক্যাম্প প্রতিষ্ঠার মাধ্যমে এখন হাইওয়ে পুলিশের সক্ষমতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে। এতে দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।
এছাড়াও অনুষ্ঠানে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাউয়াবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ, সিলেট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইজুদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবহন নেতাসহ অনেকেই।
এসময় সকলেই বলেন, পুলিশ সুপার মো: রেজাউল করিমের আন্তরিকতা ও সাহসী সিদ্ধান্তের ফলেই এই ক্যাম্প প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মহাসড়ক হবে আরও শৃঙ্খলাপূর্ণ।”
বক্তারা জাউয়াবাজার হাইওয়ে ক্যাম্প প্রতিষ্ঠার জন্য হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, বিশেষ করে পুলিশ সুপার রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





























