
রাঙ্গুনিয়া -প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় জোড়া খুনের আসামী মো.হারুন (৪২) নামে এক আসামীকে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে নিহতের স্বজনরা ধরে রাঙ্গুনিয়া সরফভাটা মীরেরখীল নিজ এলাকায় আনলে উত্তেজিত এলাকাবাসী তাকে পিঠিয়ে আহত করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মো. হারুন উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল চট্টগ্রাম খবরকে জানান -জোড়া খুনের আসামী হারুন সরফভাটায় আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলায় ১৩নং এজহার নামীয় আসামী। তাকে নিহতের স্বজনরা চট্টগ্রাম কাপ্তাই রাস্তারমাথা এলাকা থেকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে- গত বছরের (৩০ অক্টোবর) মধ্যরাতে একদল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে ঘরে ঢুকে আমির হোসেন ও তার স্ত্রী জুলেখা বেগমকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের মেয়ে মনি আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১১ জনকে বিবাদী করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত মো.কায়কোবাদ, মো.দিদার, মো.বাবর, হারুনসহ মামলার এজহারভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।





























