
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসার মোট ১৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এবছর স্কুল ও মাদ্রায় ১হাজার ৬শত ৯৯ জন পরীক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ গ্রহন করেছে ১হাজার ৫শত ৪১ জন ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিতব্য জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল পর্যায়ে ১১০০ জন পরীক্ষার্থী মধ্যে ৯২ জন, মাদ্রাসা পর্যায়ে ২৭১ জনের মধ্যে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাছাড়া মাদ্রাসার ৫ম শ্রেণির ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের বাংলা পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।





























