
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
রবিবার (২১ এপ্রিল) বিকাল চারটা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনসার আলী বিকম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মোল্লা, করটিয়া সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা,
ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো.আক্তারুজ্জামান, মো.আব্দুল্ল্যাহ সরকার (মাস্টার), মো.মাহমুদুল হাসান দিপুল,মো.জমির উদ্দিন আমিরি,মো.আব্দুল বারেক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন,তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রিনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বৃষ্টি।
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ৩,৫৮,৭৬৭জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন।





























