
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে পানি নিষ্কাশনের জন্য খাল খনন করা হলেও সুইস গেইট পুরোপুরি না খোলায় পানি ধীর গতিতে নামছে। ফলে হাওরের বিভিন্ন অংশে এখনও পানি জমে রয়েছে, আর ভাটির কৃষকরা সময়মতো বোরো ধানের চারা রোপণ করতে পারছেন না।
স্থানীয় কৃষকরা জানান, সুবিধার্থে শুরুতে এক সপ্তাহের জন্য গেইট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও গেইট পুরোপুরি খোলা হয়নি। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, এবং কৃষকরা চারা রোপণে শঙ্কার মুখে পড়েছেন।
ভাটির কৃষক তারিকুল ইসলাম বলেন,পানি জমে থাকায় নির্ধারিত সময়ে চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। চারার বয়স বেড়ে গেলে ভালো ফলন আশা করা যাবে না। আগে যেমন সময়মতো শাইল বোরো চারা রোপণ করা যেত, এখন সেই সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করা হবে।
উঁচু ও ভাটির জমির ব্যবধানের কারণে ভিন্ন সমস্যা দেখা দিয়েছে। উঁচু এলাকার জমি থেকে পানি দ্রুত চলে যাচ্ছে, আর ভাটির জমিতে পানি জমে থাকায় চারা রোপণ অনিশ্চিত। এছাড়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি সংগ্রহেও জটিলতা দেখা দিয়েছে। পানি দ্রুত নামলে বেড়িবাঁধ নির্মাণসহ প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।




































