
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাজী রাব্বি হোসেনের নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সার্চ কমিটির সদস্য কাজী ফজলুর রহমান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর আমির হামজা তাছিম, বিএনপি নেতা ও ইউপি সদস্য মির্জা ছাদেক আলী, রবিউল ইসলাম খোকন, কাজী ইব্রাহীম, মির্জা ওলি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তানভীর রহমান, যুবনেতা মারুফ হোসেন, কাজী হাবুল, শেখ আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন, রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও অংশ নেন মৌতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি আবু তোরাব সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ পলাশ হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু, সাংগঠনিক সম্পাদক সুমন সরদারসহ ছাত্রনেতা কাজী সৌখিন ও সুমন।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।





























