
শাহিন মিয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্ধারিত সময়ের মধ্যে আজ তিনি অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা’র কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়ন দাখিলকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে এডভোকেট ফজলুর রহমান বলেন,
“হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।” |
তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, হাওরাঞ্চল অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে এবারের নির্বাচনে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যু ভোটারদের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আশ্রাফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ।





























