
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা, (ইউএনও) আরো উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (অসি) সোহেব খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা যুবদল এর সভাপতি আনোয়ার হোসেন আনা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আশরাফুল হক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণ।
সভায় বক্তারা বলেন ১৪ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম বড় স্মরণীয় দিন। স্বাধীনতার বিজয়ের সূর্যোদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে। তারা জাতির জন্যে যে কল্যাণ করেছে, যতটুকু কাজ করেছে, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করে।





























