
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো
২৩ ডিসেম্বর :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুল কাদের প্রাইম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমানের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় আবদুল কাদের প্রাইম বলেন, সহস্র শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-জনতার বিজয়ের মধ্য দিয়ে দেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে। এই অর্জনকে সমুন্নত রাখতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ট্রাক প্রতীকে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা গণঅধিকার পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরী, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা দপ্তর সম্পাদক এ এস রায়হান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুফিজুল ইসলাম এবং কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি সাকের উল্লাহ।
এ ছাড়াও ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।





























