
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রবল বর্ষণের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের অ্যান্টিওকিয়া বিভাগের বেলো শহরে এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫ জন। ভূমিধসের পর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, চলছে উদ্ধার অভিযান।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল নাগাদ। প্রবল বৃষ্টিপাতের পর এক গিরিখাতে আকস্মিক বন্যা দেখা দিলে এর ফলে ভূমিধস শুরু হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চলটি কলম্বিয়ার অ্যান্ডিজ পর্বতমালার অংশ, যা বর্ষাকালে প্রায়ই ভূমিধসের ঝুঁকিতে থাকে। ভূমিধসের সময় বহু বাড়ি মাটির নিচে চাপা পড়ে যায় এবং এলাকাটি ব্যাপকভাবে কাদামাটিতে ঢেকে যায়। স্থানীয় প্রশাসন আগেভাগেই সতর্কতা জারি করেছিল, তবে অনেকেই তখনো এলাকা ছাড়তে পারেননি।
অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার আগেই অঞ্চলটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আকস্মিক ভূমিধসের কারণে অনেকে পালাতে পারেননি। তিনি আরও বলেন, “উদ্ধারকর্মীরা মাটির নিচে চাপা পড়া লোকজনের সন্ধানে দিনরাত কাজ করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” বর্তমানে আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিধসের কারণে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, রাস্তা কাদামাটিতে ভরে গেছে এবং গাড়িও মাটির নিচে চাপা পড়েছে। অনেক পরিবার নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই অঞ্চলে এর আগেও এমন ঘটনা ঘটেছে—গত মাসে মেডেলিন শহরের পাশের সাবানেতা এলাকায় ভূমিধসে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। তথ্যসূত্র : দ্য হিন্দু







































