
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে গণ অধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসেবে শাহাবুল মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি শাহাবুল মাহমুদ, উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তারিপ হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ, দৌলতপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাজামাল হোসেন।





























