
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে এগিয়ে আছেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক।নির্বাচন কমিশনের তথ্যসুত্রে জানাযায় মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে আগামী ২৫ই জুন ২০২৪ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ নির্বাচন কে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন।তাদের মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি এই হাওরাঞ্চলের কৃষকের একমাত্র বোর ফসল রক্ষায়,বাঁধ নির্মাণেও কৃষকদের পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন। জানাযায় এ উপজেলায় আরো ডজনখানেক নেতাকর্মী চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে শুনা যাচ্ছে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের অনেক পদধারী নেতারাও।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের তথ্যমতে জানাযায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে জনগণের আলোচনায় রয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক আব্দুল বাতেন এর বড়ভাই আব্দুর রাজ্জাক।আব্দুর রাজ্জাক বলেন আমি ছাত্রজীবনে,ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম পড়ালেখা শেষে সরকারি চাকুরিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি,চাকরির পাশাপাশি ছোট ভাই বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক আব্দুল বাতেন কে নিয়ে,লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কাতার চ্যারেটির অর্থায়নে এলাকার স্কুল,মসজিদ মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন সহ এলাকার বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।উনি বলেন নবগঠিত মধ্যনগর উপজেলা বিভিন্ন দিক থেকে উন্নয়নে পিছিয়ে।আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরনে নবগঠিত মধ্যনগর উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।এ উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন,প্রাকৃতিক সম্পদ রক্ষা,ব্যবসা বানিজ্য প্রয়াস ঘটাতে কাজ করে যাব।তিনি বলেন গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের।সেই লক্ষ্যে -উদ্দেশ্যই আমাকে বারবার পীড়া দেয়।তাই একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আপামর জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে পিছিয়ে পরা জনগণের জীবনমান উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।







































