
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে একটি স্পিডবোটের ইঞ্জিন চুরির অভিযোগে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারসহ ও চুরি হওয়া ইঞ্জিন উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের তাড়াইল ও ইটনা উপজেলা থেকে গ্রেপ্তার করা হলে চুরির দায় স্বীকার করে তাঁরা। এসময় ওই দুজনের হেফাজতে হতে চুরি হওয়া স্পিডবোটের ইঞ্জিনটিও উদ্ধার করা হয়।পরে তাঁদের দেওয়া তথ্যমতে উপজেলার চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা এলাকা থেকে চুর চক্রের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে আবুল জাহার (৩৫),
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কৃষ্টপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৪৫) ও একই জেলার ইটনা উপজেলার উপজেলার কমোলবুক গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম(৪২)। এসময় তাঁদের হেফাজতে থাকা চুরি হওয়া স্পিডবোটের ইঞ্জিনটিও উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্পিডবোট ইঞ্জিনের মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
এর পূর্বে গত ১০ এপ্রিল মধ্যনগর বাজার ঘাট থেকে স্পিডবোটের ইঞ্জিনটি চুরি হয়। এ ঘটনায় স্পিডবোটের মালিক রূপন সরকার (৩৪) বাদী হয়ে মধ্যনগর থানায় অভিযোগ দায়ের করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, স্পিডবোটের ইঞ্জিন চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার বিকালে আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।





























