
স্টাফ রিপোর্টার
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বুধবার রাতে চাপাতি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য, স্যুইডেন প্রবাসী মাহবুব আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম,সাধারণ সম্পাদক এনামুল গনি তালুকদার রুবেল,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি এমারুল হক শান্ত,বিএনপি নেতা নেকবর হোসেন,বিএনপি নেতা আবুল কাসেম,বিএনপি নেতা আবুল হাসনাত,যুবদল নেতা শামীম আহমদ আকাশ,এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তব্যে নেতারা বলেন,দল যেহেতু সুনামগঞ্জ-১ আসনের জন্য আনিসুল হককে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে, তাই সকলকে অতীতের বিভাজন ও গ্রুপিং ভুলে শহীদ জিয়াউর রহমানের ধানের শীষ,শহীদ মিনার ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ ও তারেক রহমানসহ ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় নেতারা ধানের শীষকে গণতন্ত্র,ভোটাধিকার ও ন্যায়ের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পথসভাকে প্রাণবন্ত করে তুলেছে এবং দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




































