
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃ,সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে ৫০,পিস ইয়াবাসহ ২মাদক কারবারী কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।আজ(২১এপ্রিল)রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ ওসি এমরান হোসেন এর নির্দেশে,এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে,মধ্যনগর থানাধীন চামারদানী ইউনিয়নের দুগনই গ্রাম সংলগ্ন উড়া বিলের কান্দা হইতে ৫০পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃত মাদক কারবারীরা মধ্যনগর থানাধীন চামারদানী ইউনিয়নের দুগনই গ্রামের শফিক মিয়ার ছেলে মাজু মিয়া(৩০)একই গ্রামের মৃত জুয়াদ চৌধুরীর ছেলে রিপন চৌধুরী(৩৬)বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ(ওসি)এমরান হোসেন জানান ৫০পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।





























