
আইন নিয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। ইন্টার্নশিপ করতে যাতায়াত করতে হয়েছে আদালতে। সেখানে একবার হতে হয় যৌন হেনস্তার শিকার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন নিমরত।
আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন নিমরিত। আদালতকক্ষে ভিড়। হঠাৎই অভিনেত্রী দেখেন, তার নিতম্বে কেউ স্পর্শ করছেন। তিনি বলেছেন, “প্রথমে মনে হলো, কেউ আমার নিতম্বে হাত দিচ্ছে। তারপর মনে হলো, আমি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছি। ভিড়ে ঠাসা আদালতে ভুল করে স্পর্শ হয়ে যেতেই পারে। কিন্তু তার পরে পেছন ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই।”
সরে দাঁড়ানোর পরেও নিস্তার পাননি নিমরিত। অভিনেত্রী বলেন, “তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পেছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।”
নিমরত জানান, ওই ব্যক্তি তার শার্টের ভেতর হাত ঢোকানোর চেষ্টা করছিলেন।ঠিক তখন এক নারী আইনজীবী খেয়াল করেন বিষয়টি। ঘটনা আঁচ করতে পেরে এগিয়ে আসেন তিনি। তখন নিমরত তাকে খুলে বলেন সব।







































