
মো কামরুল হোসেন সুমন,মনপুরা:দ্বীপ জেলা ভোলা মনপুরা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ মোল্লা-এমদাদুল্যাহ এর সু-নিদিষ্ঠ তথ্য ও পরামর্শ ক্রমে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো ইকবাল হোসেন এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ভোলা জেলার মনপুরা উপজেলা মেঘনার বেশ কয়েকটি পয়েন্টে আজ ২৬-ডিসেম্বর- ২০২৫খ্রি রোজ শুক্রবার সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার বেশ কয়েকটি পাঙ্গাশ মাছের পোনা ধংশকারী চাই আটক করা হয়েছে।অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও সহ মনপুরা মৎস্য বিভাগের যৌথ সহযোগিতায় উপজেলা সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের তথ্য সংগ্রহকারী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাসেদ খান ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের নদী পাহাড়াদার মোঃ হেলাল উদ্দিন।অভিযানে মনপুরা উপজেলার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে বেশ কিছু চাই আটক করা হয়েছে।পরে চাই গুলো জনসম্মুখে নষ্ট করা হয়েছে। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন আজকের সুনির্দিষ্ট তথ্য ও পরামর্শক্রমে অভিযান পরিচালনা করে অবৈধ পাঙ্গাশ মাছ ধরার কয়েকটি চাই আটক করতে সক্ষম হয়েছি,পরে আমরা এসব চাই গুলো নষ্ট করে দিয়েছি,পাঙ্গাস মাছের পোনা ধ্বংসকারী চাই ও বিহেন্দী জাল এর উপর অভিযান অব্যাহত থাকবে তবে সচেতন মহল সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান মৎস্য কর্মকর্তা।





























