
মো কামরুল হোসেন সুমন, মনপুরা:
ভোলা জেলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ নুরুল ইসলাম (৪০) নামের ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরা থানার এসআই উজ্জল চন্দ্রশীল, এএসআই সাগর দে ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে উপজেলার জনতা বাজার এলাকার একটি দোকান থেকে মোঃ নুরুল ইসলাম (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক মাঝির ছেলে। তিনি সিআর ৭১/২৫ নম্বর মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ বলেন, থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে নুরুল ইসলাম (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দুপুর ২টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





























