
মোঃ আনোয়ার হোসেন প্রতিনিধিঃ কাজিপুর সিরাজগঞ্জকাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জনাব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান টি পরিচালনা হয় ২১/১২/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৯:৩০ মিনিট হতে ১০:৩০ মিনিট এর মধ্যে ঢেকুরিয়া বন বিভাগের পার্কের পাশে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে সার বিক্রির অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ৮ ধারায় একজন অভিযুক্ত ব্যক্তিকে ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সরল স্বীকারোক্তি প্রদান করার কারণে এবং অপরাধের উৎস সম্পর্কে তথ্য প্রদান করায় মানবিকভাবে বিবেচনা করা হয়। জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামে সরকারি রেটে ডিলারদের মধ্যে ৬৩৯১টাকা বিক্রি করা হয় এবং পরবর্তী কর্মদিবসে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সারের ধারণ ও পরিমাণ TSP - 83 kg × 27 = 2241/- Urea- 90kg × 27 = 2430/- MOP - 86kg × 20= 1720/- স্থান: ঢেকুরিয়া, বাজার কাজিপুর সিরাজগঞ্জ।





























