
স্টাফ রিপোর্টারঃ
"দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন কর্মকর্তাব স্বপন চন্দ্র বর্মন, রামরুর প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম ও
অভিবাসী অধিকার রক্ষা কমিটির সভাপতি মোঃ আনিস সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। আজকের এই শুভক্ষণে দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। তিনি সকলকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার জন্য আহবান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ফারজানা আক্তার, মোশারফ হোসেন সরকার, এখলাছুর রহমান, শিক্ষক শারমিন ফাতেমা প্রমূখ।
অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মীও অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রেরণার কথা শেয়ার করেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




































