
স্টাফ রিপোর্টারঃ
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ও জুলাইয়ের অগ্রণী যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার মফিজুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি এস এম শোয়েব হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হোসেন মোল্লা, জয়েন সেক্রেটারি শেখ সাইফুল ইসলাম, সহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মুসা হায়দার, সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সহ দলের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।
সমাবেশ শেষে শরীফ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন।





























