
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত কারণে মুরাদনগর বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ১৪জন শিক্ষক কর্মচারীরকে ২ লাখ ৪৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত্যু শিক্ষকদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননী ভাতা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
সমিতির নেতৃবৃন্দ জানান, অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তা অথবা সংবর্ধনার মাধ্যমে সমিতি সম্মান প্রদর্শন করে থাকে, যা মূলত তাদের দীর্ঘ ও সেবামূলক জীবনকে স্বীকৃতি দেয় এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এটি শিক্ষক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা অবসরের পর আর্থিক ও সামাজিকভাবে যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন, তা নিশ্চিত করতে মুরাদনগর বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতি কাজ করে।
ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জাঙ্গাল বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগ, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাঈম সহ সমিতির নেতৃবৃন্দ।




































