
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন করেছে পরমতলা গ্রামের কৃষকরা।
শুক্রবার বিকালে (১২ ডিসেম্বর) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে আজ প্রকল্পের আওতাভুক্ত এলাকার বহু কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মরিচা সেচ প্রকল্পের সেক্রেটারি বিল্লাল মুন্সী, কৃষক সিরাজুল ইসলাম, কাইয়ুম, মফিজুল ইসলাম, শহীদুল্লাহ, রহমান মেম্বার, জুয়েল প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মরিচা সেচ প্রকল্পের সেক্রেটারি বিল্লাল মুন্সী ইরি স্ক্রিমটি নিজেই চালিয়ে আসছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সাধারণ কৃষকদের অনেক উপকার করেছেন। সেচের টাকার জন্য কোন কৃষকের প্রতি কখনো তিনি জোর করেননি। কৃষকরা সময়মতো সেচ দিয়ে কৃষি কাজ করতে পেরেছেন। কোন সমস্যা হয়নি। কিন্তু বিল্লাল মুন্সী শারীরিক অসুস্থতার কারণে সোহেল নামে এক ব্যক্তিকে ইরি স্ক্রীমটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেন। সোহেল অফিস থেকে কৃষকদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেবার কথা বলে প্রতারণা করে এলাকার বহু কৃষকের কাছ থেকে স্বাক্ষর নেন। স্বাক্ষরকৃত কাগজ সোহেল ইউএনও অফিসে জমা দিয়ে বলেন ইরি স্ক্রিমটি তার নামে দেওয়ার জন্য কৃষকরা চাচ্ছে এবং এলাকায় এসে বলে ইরি স্ক্রিমটি তার। যেটা সোহেল আমাদের সাথে প্রতারণা করে করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কৃষকরা আরো বলেন, আমরা প্রশাসনের নিকট অনুরোধ করছি এই প্রতারক সোহেলের নামে যেন ইরি ক্রিমটি দেওয়া না হয়। তাহলে আমাদেরকে অনেক ভোগান্তি হতে হবে। আমরা চাই আগের মতই বিল্লাল মুন্সী যেন ইরি স্ক্রিমটি পরিচালনা করেন যাতে আমরা জমিতে সময়মতো সেচ দিয়ে আমরা আমাদের জমিতে চাষাবাদ করতে পারি। পাশাপাশি আমাদের মত সাধারণ কৃষকদের সাথে প্রতারণা করার জন্য প্রশাসনের নিকট সোহেলের উপযুক্ত শাস্তি দাবি করছি।
মরিচা সেচ প্রকল্পের সেক্রেটারি বিল্লাল মুন্সী বলেন, দীর্ঘ বছর ধরে আমি এই সেচ প্রকল্পটি ভালোভাবে পরিচালনা করে আসছি। এই প্রকল্পের সেক্রেটারি আমি। আমার শারীরিক অসুস্থতার কারণে সোহেলকে সেচ প্রকল্পটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেই। সে এক বছর দায়িত্ব পালন করে। কিন্তু এবছর কৃষকদের কাছ থেকে প্রতারণা করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ইউএনও অফিসে জমা দিয়ে বলে স্ক্রিমটি নাকি তার, কৃষকরা তাকে চাচ্ছে। আসলে সে কৃষকদের কাছ থেকে প্রতারণা করে স্বাক্ষর নিয়ে প্রশাসনকে মিথ্যা বলে আমার কাছ থেকে সেচ প্রকল্পটি নিয়ে যেতে চাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি। তিনি আরো বলেন আমি প্রশাসনকে অনুরোধ করব ওনারা যেন ফিল্ডে এসে যাচাই করে দেখেন কৃষকরা কাকে চাচ্ছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফারুক সরকার, সামাদ সরকার, ফজলু সরকার, ইব্রাহিম, আবু কালাম, নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, দুলাল মিয়া সহ প্রকল্পের আওতাভুক্ত বহু কৃষক ও এলাকাবাসী।




































