
আজিজুল ইসলাম: ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী নূরে আলম সিদ্দিকী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।গতকার সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।আলহাজ্ব মুফতী নূরে আলম সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি।মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আতাউল্লাহ মাহদী, মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা বোরহান উদ্দিন সদর, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, মাওলানা আইয়ুব আলী, আ. করিমসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।এ সময় আলহাজ্ব মুফতী নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ফুলবাড়ীয়া আসনের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করব।’তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতি করে না; বরং জনকল্যাণের রাজনীতি করে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





























