
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে জেলা শহরের ঢাকা-তেতুলিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এবং ঘটনার বিচার দাবি করে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতারা বলেন, রাজনৈতিক মাঠে প্রতিপক্ষ দমনে সহিংসতা ও অস্ত্রের ব্যবহার গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। বক্তারা অবিলম্বে গুলির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তারা কেন্দ্রঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।
এ সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।





























