
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার,অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শাহ কুতুব মসজিদে,নেই টয়লেট ও
ইস্তিঞ্জারের সুব্যবস্থা। স্থানীয় মুসল্লিরা অভিযোগ করে বলেন,আমাদের অষ্টগ্রাম শাহ কুতুব মসজিদে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা নামাজ পড়ার উদ্দেশ্যে ও দেখতে আসে,তবে মসজিদের নির্দিষ্ট কোন টয়লেট ব্যবস্থা না থাকায় মুসল্লী ও পর্যটকদের অসুবিধার মধ্যে পড়তে হয়।
সরে জমিনে গিয়ে দেখা যায়,মসজিদ প্রাঙ্গণের বাহিরে দুটি টয়লেট থাকলেও ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন,অসংখ্যবার মসজিদের ইমাম,মাওলানা জালাল উদ্দিন আশরাফী সাহেবকে টয়লেটের ব্যবস্থা করার জন্য বলা হলেও তিনি এই বিষয়টি গুরুত্ব দেননি।
স্থানীয় মুসল্লিরা,আরো বলেন প্রতি শুক্রবার মসজিদের উন্নয়নের জন্য মুসল্লিরা দান বাক্সে হাজার হাজার টাকা দান করে আসছে,কিন্তু তার কোন সুফল পাচ্ছিনা আমরা।
মসজিদ সূত্রে জানা যায়,মসজিদের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পূর্বের ইউএনওর সাথে, টয়লেট এ বিষয় কথা বার্তা চলছিল ।
স্থানীয় মুসল্লী ও গ্রামবাসী,প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন দ্রুত ঐতিহাসিক শাহ কুতুব মসজিদে নির্দিষ্ট টয়লেট ও ইস্তিঞ্জার এর ব্যবস্থা গ্রহণ করার জন্য।





























