
ছবি: অভিযুক্ত নিহতের স্বামী সাকিব মিয়া
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুরবাড়িতে হাত-পা বেঁধে স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাকিব মিয়ার (২৫) বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ইভা (২০)। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইভা ওই গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত সাকিব মিয়া একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সাকিব ও ইভার বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




































