
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:-
গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত একটি কথা অনুধাবন করেছে "স্বাধীনতা"৷ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে।
ওসমান হাদির হত্যা চেস্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে এই স্বাধীনতার জন্য আমরা এক ও অভিন্ন। প্রখ্যাত কথা সাহিত্যিক মীর মশারফ হোসেনের একটি লেখাকে উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মীর মোশারফ হোসেন এই কথাটি আমাদেরকে অনেক আগেই বলে গিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদল আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় এম আর কলেজ মোড় থেকে একটি বিজয় র্যালী বের হয় । র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে চোরঙ্গী মোড়ে এসে শেষ হয়। বিজয় র্যালী শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি৷
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, শিশুদের স্বপ্নদেখার এবং শৈশবের অঙ্গিকার যেদিন পুরণ হবে সেদিনই স্বাধীনতা ফলপ্রসু হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন। স্বাধীনতার বিরুদ্ধে এই বিজয়ের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমবর্ধমান। সেটার আরেকটা প্রমাণ ওসমান হাদিকে হত্যা চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই ।
তিনি বলেন, পঞ্চগড় একটি সীমান্ত এলাকা। আমরা বুঝতে পারি স্বাধীনতার গুরুত্ব। যেসব দেশের সার্বভৌমত্ব নাই স্বাধীনতা নাই সেসব দেশের মানুষ কতোটা কষ্টে আছে তা আমরা জানি। আমরা বলে দিতে চাই বাংলাদেশে যে স্বাধীনতার বীজ রোপন করা হয়েছে ১৯৭১ সালে আমাদের উপর যতোবার আঘাত আসবে সেই বীজ বৃক্ষে পরিনত হবে।
এ সময় র্যালীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড: রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




































