
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (৩১ শে ডিসেম্বর) বাদ জোহর দুইটা এিশ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বোদা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস সহ নারী শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন সহ যুবদলের নেতাকরী ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান স্মৃতিচারণ সভায় বক্তব্যে বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ তার আপোষহীন চরিত্রের কথা বিশেষ ভাবে উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম গায়েবানা জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং আপোষহীন দেশনেএী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সারাদেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





























