
স্টাফ রিপোর্টার:
সম্প্রতি রোহান মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও 'ভালোবাসলাম আমি তোমায়'। গীতিকার সুলতানা রিমা, সুর করেছেন শাহীন আহমেদ সঙ্গীত আয়োজন করেছেন সালমান শেখ।গানটিতে কন্ঠ দিয়েছেন শাহীন আহমেদ। ডিওপি হিসাবে ছিলেন এরশাদ রোহান।
কন্ঠশিল্পী শাহীন আহমেদ বলেন, গান তো কম বেশি করি তবে এবারের 'ভালোবাসলাম আমি তোমায়' শিরোনামে গানটি একটু ভিন্ন রকম দর্শক এবার ভিন্ন স্বাদ পাবে।
নির্মাতা রোহান এরশাদ জানান, 'ভালোবাসলাম আমি তোমায়' গানটি শাহীন আহমেদ দারুণ গেছেন।বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।







































