
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
জয়ন্তী রানী সভাপতি ও যুথি আক্তার কে সাধারণ সম্পাদক এবং রোকসানা পারভিন কোষাধ্যক্ষ নির্বাচিত নির্বাচিত করে নওগাঁর পত্নীতলায় উপজেলা এক বছরের জন্য নারী উদ্যোক্তা নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) নওগাঁর পত্নীতলায় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের এই কমিটি ঘোষনা করা হয়।
নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন ও মৌসুমী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা খাতুন, প্রচার সম্পাদক সালমা খাতুন, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক নিয়তি রানী ওরাও, নির্বাহী সদস্য সালমা খাতুন, রাজিয়া সুলতানা এবং নুরুন্নাহার।
পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ নেটওয়ার্ক গঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ জন পুষ্টি উজ্জীবক নিজেদের প্রয়োজনে এ নেটওয়ার্ক গড়ে তোলেন। বিগত তিন বছর যাবৎ পুষ্টি উজ্জীবকগণ টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। জনসাধারণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে নিজেদের এ নেটওয়ার্কের প্রকাশ ঘটলো। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে গ্রাম উন্নয়ন দল, মায়েদের ক্লাব, গর্ভবতীদের জন্য মাতৃকণা এবং শিশুদের জন্য পুষ্টিকনা প্রদান, টেকসই পুষ্টির লক্ষ্যে দেশীয় শাক সবজির বীজ ও উৎপাদন, বাজারজাতকরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩৩ জন পুষ্টি উজ্জীবককে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে এ নেটওয়ার্ক গড়ে তোলা হলো।



































