
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন জহিরুল ইসলাম ভূইয়া শাহীন। তিনি একমাত্র তাড়াইলের উপজেলা চেয়ারম্যান যিনি পরপর দুইবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২৯মে নির্ধারিত সময়ে সকাল ৮ ঘটিকায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে জহিরুল ইসলাম ভূইয়া শাহীন লাঙ্গল প্রতিকে ৭ হাজার ১০৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়। তার প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯০৩ ভোট। তার প্রতিদ্বন্ধী শক্তিশালী প্রার্থী তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতিকে পায় ৩২ হাজার ৪৫২ ভোট। এবার উপজেলা নির্বাচনে প্রার্থীরা জনগণকে বিভিন্ন রকম আশ্বাস ও প্রতিশ্রতি দেয়। এরমধ্যে জহিরুল ইসলাম ভূইয়া শাহীন এর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- তাড়াইল উপজেলা থেকে অপশাসন নির্মূল করা, ক্ষমতার অপব্যবহারকারিদের বিরুদ্ধে জনগণকে নিয়ে রুখে দাঁড়ানো। অতিরিক্ত খাজনা আদায় প্রতিহত করা, মাদকমুক্ত তাড়াইল উপজেলা গঠন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা, মুজিবুল হক চুন্নু এমপির সহযোগিতায় তাড়াইলের ব্যপক উন্নতি বাস্তবায়ন করা সহ নানান প্রতিশ্রুতি। এসব প্রতিশ্রতি জনগণ আমলে নিয়ে নিরব ভোট বিপ্লব ঘটিয়েছেন। অনেক ভোটারের সাথে আলাপ করে জানা যায়, জহিরুল ইসলাম ভূইয়া শাহীন লাঙ্গল প্রতিকে পাশ করার জন্য নফল রোজা রেখে নামাষ পড়ে দোয়া করেছে। ধর্মীয় উপাসনালয়ে করেছেন অনেকেই মানত। তিনি যখন ৫ম উপজেলা নির্বাচনে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছিলেন, তখন তার কোন জন সম্পৃক্ততা ছিলনা। তার পিতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার পিতা ছিলেন সাবেক তাড়াইল উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন। তিনি ছিলেন তাড়াইলের আপামর জনসাধারণের প্রিয়নেতা। তার পিতার নীতি আদর্শকে লালন করে জনগণের পাশে থাকায়, জনগণ এবার তাকেই রায় দিয়েছে। নির্বাচিত হয়ে তিনি জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বলেন- আজকের এ জয় সাধারণ মানুষের জয়। আজকের এ জয় কৃষক,শ্রমিক,মেহনতি মজলুম মানুষের জয়। আজকের এ জয় অসৎ চক্রের বিরুদ্ধে নিপিড়ীত মানুষের জয়। তিনি আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা ইজ্জত সম্মান দিয়েছেন তা কোনদিন শোধ করার নয়। তবে আমি কথা দিচ্ছি চিরদিন আপনাদের ভালোবাসার মানুষ হয়ে আপনাদের পাশে থাকবো।





























